১ লা ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ ফেনী সরকা‌রি পাইলট উচ্চ বিদ‌্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অন‌ুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন ফেনীর মান‌্যবর জেলা প্রশাসক জনাব মুছাম্মৎ শাহীনা আক্তার ম‌হোদয়।‌বি‌শেষ অ‌তি‌থি হিসা‌বে উপ‌স্থিত ছি‌লেন তরুন প্রজ‌ম্মের আইকন জনন‌ন্দিত মেয়র জনাব নজরুল ইসলাম স্বপন মিয়াজী ম‌হোদয়।এই ছাড়া উপ‌স্থিত ছি‌লেন অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসি‌টি) জনাব ফাহমিদা হক ম‌হোদয় ও জেলা শিক্ষা অ‌ফিসার জনাব স‌ফি উল্লাহ ম‌হোদয়। অনুষ্ঠা‌নের সভাপ‌তিত্ব ক‌রেন বিদ‌্যাল‌য়ের সু‌যোগ‌্য প্রধান শিক্ষক জনাব ফের‌দৌস আরা বেগম ম‌হোদয়।