বিজ্ঞান মেলা – ২০২৫ 

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব
ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭- ১৮ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত বিজ্ঞান মেলা – ২০২৫ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের মধ্যে শিক্ষার্থীরা দলীয় ও একক অংশগ্রহণের জন্য নাম জমা দিতে হবে। বিজ্ঞান ক্লাবের সদস্যরা ক্লাসে এসে নাম সংগ্রহ করবে।
সময়ঃ ১৭- ১৮ সেপ্টেম্বর, ২০২৫।
স্থানঃ এসেম্বলি হল, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
ক্রম | ইভেন্টের নাম | তারিখ ও সময় | স্থান |
১ | বিজ্ঞান প্রোজেক্ট প্রদর্শনী (একক বা দলীয়) | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সকাল ১০ টা থেকে ২ টা |
এসেম্বলি হল |
২ | বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা (দলীয়) |
১৭ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১১ টায় |
এসেম্বলি হল |
৩ | বিজ্ঞান অলিম্পিয়াড (একক – ৬ষ্ঠ, ৭ম, ও ৮ম শ্রেণি) | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সকাল ১১:৩০ টায় |
এসেম্বলি হল |
৪ | রোবোটিক্স অলিম্পিয়াড (উন্মুক্ত) | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সকাল ১২ টায় |
আই সি টি ল্যাব |
৫ | বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা (ওয়াল ম্যাগাজিন) উন্মোচন | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
বেলা ১২ টায় |
প্রশাসনিক ভবন |
১৮ সেপ্টেম্বর, ২০২৫ বেলা ২ টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। |
ইভেন্ট সমূহঃ
১। বিজ্ঞান প্রোজেক্ট প্রদর্শনী (একক বা দলীয়)
শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রোজেক্ট মডেল বা গবেষণার কাজ প্রদর্শন করবে। প্রোজেক্টের বৈজ্ঞানিক যুক্তি, ব্যবহারিক প্রয়োগ এবং সৃজনশীলতা বিবেচনা করা হবে।

২। বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা (দলীয়)
৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ৩ জনের দল গঠন করে অংশগ্রহণ করতে পারবে। প্রশ্ন থাকবে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, মহাকাশ ও সাম্প্রতিক বৈজ্ঞানিক আবিষ্কার থেকে।

৩। বিজ্ঞান অলিম্পিয়াড (একক – ৬ষ্ঠ, ৭ম, ও ৮ম শ্রেণি)
লিখিত পরীক্ষা ভিত্তিক প্রতিযোগিতা হবে। গণিতভিত্তিক যুক্তি, সাধারণ বিজ্ঞান, পরিবেশ ও প্রযুক্তি বিষয়ক প্রশ্ন থাকবে।

৪। রোবোটিক্স অলিম্পিয়াড (উন্মুক্ত)
রোবোটিক্স, আরডুইনো ও বিভিন্ন সেন্সর নিয়ে প্রশ্ন থাকবে। অংশগ্রহণকারীরা রোবোটিক্স সম্পর্কিত প্রশ্নের উত্তর দেবে।

৫। বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা (ওয়াল ম্যাগাজিন) উন্মোচন
শিক্ষার্থীদের লেখা, ছবি, গবেষণা প্রবন্ধ, বৈজ্ঞানিক প্রবন্ধ ও কার্টুন নিয়ে তৈরি দেয়ালিকা প্রকাশ করা হবে।