বিপুল সরকার
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

মোবাইল নং- 01816363699

প্রধান শিক্ষকের বাণী

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম বিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। ১৮৮৬ সালে তৎকালীন ফেনী মহকুমা প্রশাসক মহাকবি নবীনচন্দ্র সেন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন যা  শিক্ষার্থীদের মেধা ও মননকে লালন ও শাণিত করার মাধ্যমে দেশের দক্ষ, যোগ্য ও স্মার্ট ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। শিক্ষা মানবসম্পদ ও জাতীয় উন্নয়নের মূল হাতিয়ার। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় আত্মনির্ভরশীল, নীতিবোধ ও মূল্যবোধসম্পন্ন দক্ষ, যোগ্য ও স্মার্ট ভবিষ্যৎ নাগরিক গড়ার লক্ষ্যে অত্যন্ত সুপরিকল্পিত ও নিরলসভাবে কাজ করে চলেছে। কাঙ্খিত মানসিক, শারীরিক, সামাজিক ও নৈতিক বিকাশ সাধনের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠক্রমিক উৎকর্ষতা অর্জনও আমাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের সুদক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ও নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের শিক্ষার্থীরা প্রতিবছর পাবলিক পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক এ তিন বিভাগেই তাদের মেধার স্বাক্ষর রাখছে। এস এস সি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বিদ্যালয়ের অবস্থান ফেনী জেলার মেধা তালিকায় শীর্ষে। শুধুমাত্র পাঠক্রমিক নয়, সহ-পাঠক্রমিক কার্যাবলীর ক্ষেত্রেও এই প্রতিষ্ঠানের রয়েছে গৌরবোজ্জল ঐতিহ্য। জাতীয় শিক্ষা সপ্তাহ, সৃজনশীল মেধা অন্বেষণ, বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচী, বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক প্রতিযোগিতা এবং অন্যান্য প্রতিযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের রয়েছে দীপ্ত পদচারণা। বিদ্যালয়ের স্কাউট ও রেড ক্রিসেন্ট কার্যক্রম অনেক বেশী ব্যাপ্ত ও সমৃদ্ধ। ৪র্থ শিল্প বিপ্লবের ফলে পরিবর্তনশীল বিশ্বের সাথে খাপ খাওয়ানোর উপযোগী যোগ্য, দক্ষ ও মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক গড়ে তোলার লক্ষ্যে সকল কার্যক্রম অত্যন্ত সূচারুরূপে বাস্তবায়নে এই বিদ্যালয়ে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত রয়েছে যা ইতোমধ্যে স্থানীয় ও জাতীয়ভাবে প্রশংসিত হয়েছে। ইন হাউজ প্রশিক্ষণ, বিতর্ক চর্চা, কম্পিউটার প্রশিক্ষণ  রেড ক্রিসেন্টের নিয়মিত প্রশিক্ষণ ইত্যাদি কার্যক্রম শিক্ষার্থীদের অনন্য হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় প্রশাসন সদা সচেতন ও সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। ফলে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীদের পদচারণা আন্তর্জাতিক পরিমন্ডলে তথা সর্বত্রই। বিশ্বায়নের এই যুগে বিশ্ব নাগরিক গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য। দেশপ্রেমে উদ্বোদ্ধ হতে বিভিন্ন জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় এই বিদ্যালয়ে উদযাপিত হয়। নিয়মিত জাতীয় দিবস সমূহে দেয়ালিকা প্রকাশ, বিজ্ঞান বিষয়ক দেয়ালিকা প্রকাশ, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীর সৃজনশীল বিকাশে সহায়ক। বহুমুখী সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উন্নত মননশীলতার অধিকারী হচ্ছে। একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশে এই বিদ্যালয়ে রয়েছে শতভাগ অনুকুল পরিবেশ। শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক সবার সম্মিলিত প্রচেষ্টায় এই বিদ্যালয় অতীত ঐতিহ্যকে ধারণ করে সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অনন্য ভূমিকা রাখবে এই শুভ কামনা ও প্রত্যাশা রইল।

জনাব বিপুল সরকার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

মোবাইল : ০১৮১৬৩৬৩৬৯৯

ই-মেইল : fenigovt.pilothighschool@yahoo.com