র‍্যানসামওয়্যার থেকে সাবধান

২০১৮ সালের কথা। আমার কম্পিউটারের হঠাৎ সমম্ত ফাইল এনক্রিপ্ট হয়ে যায়। আর প্রতি ফোল্ডার এর সামনে একটাই লেখা আসে, ফাইল গুলো ফেরত পেতে হলে টাকা দিতে হবে। আর তাও আমাদের এখানকার প্রচলিত টাকা বা ডলার এ নয়। ডিজিটাল মুদ্রা বিট কয়েন এ। শেষ পর্যন্ত পুরো কম্পিউটার কেই ফরম্যেট করে ফেলতে হয়েছিল। পরে জানতে পারলাম ওটা ছিল র‍্যানসমওয়্যার নামে একটা ম্যালওয়্যার।

র‍্যানসমওয়্যার মূলত এক বিশেষ ধরণের ম্যালওয়্যার, যা কম্পিউটার ব্যবহারকারীদের বিভিন্ন ব্যক্তিগত তথ্যের দখল নিয়ে নেয় এবং কিছু অংকের টাকা প্রদানের বিনিময়ে ঐসব ফাইল বা তথ্য উদ্ধার করা সম্ভব হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, টাকা প্রদানের পরও গ্রাহক তার নিজস্ব ফাইলের সম্পূর্ণ অ্যাকসেস পায় না। এজন্য এধরনের ভাইরাস বা ম্যালওয়্যার সবসময়ই ভয়ংকর।

Share

Add Your Comments

Your email address will not be published. Required fields are marked *